• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

দুই ঘণ্টার ছুটি নিয়ে সাকিবের শোরুম উদ্বোধন


ফারজানা ববি
প্রকাশিত: মার্চ ২, ২০২২, ০৮:৪৬ এএম
দুই ঘণ্টার ছুটি নিয়ে সাকিবের শোরুম উদ্বোধন

কিছুদিন পরপরই বিভিন্ন কাণ্ডে সাকিব আল হাসান বিতর্কের জন্ম দেন। এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলাকালীন বায়োবাবল ভেঙে সমালোচনার জন্ম দেন তিনি। এবার আফগানদের বিপক্ষে সিরিজ চলাকালীন একটি শোরুম উদ্বোধন করলেন এই অলরাউন্ডার।

চট্টগ্রামে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে। দল চট্টগ্রাম পর্ব শেষ করে ঢাকা পৌঁছেছে। ঢাকায় পৌঁছেই একটি শোরুম উদ্বোধন করতে বের হন সাকিব।

অবশ্য তিনি টিম ম্যানেজমেন্ট থেকে দুই ঘণ্টা ছুটি নিয়েছিলেন। রাজধানীর তেজগাঁওয়ে ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টার উদ্বোধন করতে বের হন সাকিব। টিম ম্যানেজমেন্ট নিশ্চিত করেছে, কারও যদি প্রয়োজন থাকে, তিনি বের হতে পারবেন। তবে আবার হোটেলে প্রবেশের সময় অ্যান্টিজেন টেস্ট করিয়ে নেগেটিভ আসার পরই ঢুকতে পারবে।

বৃহস্পতিবার দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আফগানদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মিরপুরে ম্যাচটি শুরু হবে বিকেল ৩টায়।

খেলা বিভাগের আরো খবর

Link copied!